ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কুয়েট প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কুয়েটের রেজিস্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অর্ধ শতাধিক আহত হন। এরপর থেকে উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। 

এদিকে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকদের প্রতিবাদের তালা না দিয়ে ফিরে যায় শিক্ষার্থীরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।