ঢাকাবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি, কঠিন পরিস্থিতিতে লড়ে কড়া চ্যালেঞ্জ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, দৈনিক আজকের নিউজ।
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

একটা ভুল বা একটা ক্যাচ মিস অনেক সময় বড় পার্থক্য তৈরি করে দেয়। সেই একটা ক্যাচ মিস যখন জোড়া ক্যাচ মিসে পরিণত হয় তখন সেটার প্রভাব অনেকটাই বেশি হয়। সেটাই দেখা গেল ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময়। ৩৫ রানে ৫ উইকেট থেকে ২২৮ রানে শেষ করল বাংলাদেশ। নেপথ্যে জাকের আলি ও তৌহিদ হৃদয়ের ১৫৪ রানের পার্টনারশিপ ও শেষে তৌহিদের সেঞ্চুরি।

বাংলাদেশ এই ম্যাচে খারাপ শুরু করে। প্রথম ওভারেই সৌম্য সরকারকে ফেরান মহম্মদ সামি। এর পর ফেরেন নাজমুল হোসেন শান্ত। ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজরা কেউ রান পাননি। অভিজ্ঞ মুশফিকুর রহিমও খাতা খুলতে পারেননি। এই সময়ে যখন ইনিংস শেষ বলে ধরে নিয়েছিলেন অনেকে সেই সময়ে ভুলটা করেন রোহিত শর্মা।

জাকের আলির ক্যাচ মিস করেন রোহিত। গোদা বাংলায় যাকে লোপ্পা ক্যাচ বলে, সেই ক্যাচ মিস করেন রোহিত। এর পর হার্দিক পান্ডিয়া মিস করেন তৌহিদ হৃদয়ের ক্যাচ। আর জাকের ও তৌহিদ জুটি বাংলাদেশকে এই বড় রানে নিয়ে গেল। জাকের ৬৮ রানে ফিরলেও তৌহিদ হৃদয় করেন ১০০ রান।

বল হাতে ভারতের প্রত্যেক বোলারই প্রশংসনীয় বোলিং করেন। উইকেট না পেলেও কম রান দেন অনেকে। সামি একাই নেন পাঁচটি উইকেট ও একটি ক্যাচ ধরেন। সঙ্গে তিনি ভারতের জার্সিতে ওডিআই ক্রিকেটে দ্রুততম ২০০ উইকেটের নজির তৈরি করেন। তিনটে উইকেট নেন হর্ষিত রানা। দুটি উইকেট নেন অক্ষর প্যাটেল। এদের মধ্যে অক্ষর প্যাটেল পরপর দুটো বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করতে পারতেন, কিন্তু তৃতীয় উইকেটটা পাননি রোহিত শর্মা ক্যাচ মিস করায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।