ঢাকাশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিখোঁজের তিনদিন পর “খাল থেকে ইমামের মরদেহ উদ্ধার”

নিজস্ব প্রতিবেদক,
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিনদিন পরে খাল থেকে মোতালেব হোসেন (৭০) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার বাংলাবাজার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোতালেব হোসেন শরণখোলা উপজেলার পূর্বখাদা-চরঘাটা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চরঘাটা জামে মসজিদে নামাজ পড়াতেন।

শরণখেলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, সকালে মরদেহটি খালে ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতা পাঠানোর প্রস্তুতি চলছে।

পরিবার ও স্থানীয়দের বরাদ দিয়ে তিনি আরও বলেন, তার ছোট স্ত্রী পিয়ারা বেগম, এই মরদেহকে তার স্বামী মোতালেব হোসেন বলে শনাক্ত করেছেন। মোতালেব হোসেন গত ১৭ ফেব্রুয়ারি বরিশালের চরমোনাই-এ মাহফিলে গিয়েছিলেন। তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরিবারের সাথে কথা বলেছেন। বৃহস্পতিবার  রাতে তাকে স্থানীয়রা দেখেছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না। এটা হত্যা না মৃত্যু সে বিষয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।