ঢাকারবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে, জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের খেলোয়াড়কে মারধর

নিজস্ব প্রতিবেদক,
মার্চ ১৫, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মো. ইকবাল হোসেন ও তার মাকে মারধর করেছেন প্রতিপক্ষরা। শুধু তাই নয় প্রতিবন্ধী ইকবালের তৈরি পরিবেশবান্ধব ‘বোতল ঘর’ ভাঙচুরও করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী এলাকায় প্রতিবন্ধী ইকবালের বাড়িতে এ ঘটনা ঘটে। ইকবাল ও ইকবালের মা মোমেনা বেগমকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার (১৫ মার্চ) বিকেলে আহত ইকবাল হোসেন মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য মো. ইকবাল হোসেন কালিকাবাড়ী এলাকার মৃত মো. ইলিয়াস খানের ছেলে।

ইকবাল জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তিনি বাড়ির সামনে আসেন। তখন প্রতিবেশী সরোয়ার গাজী ও তার ভাই মো. কুদ্দুস গাজী পূর্ব শত্রুতার জেরে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে তার মা মোমেনা বেগম এগিয়ে আসলে, কুদ্দুস ও সরোয়ার গাজী মা-ছেলেকে বেধড়ক মারধর করেন। মারধরে তার হাত ও মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন। মারধরকারীরা পরিবেশবান্ধব ঘরেও হামলা করেছে বলে দাবি ইকবালের।

তিনি আরও জানান, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পরিবেশবান্ধব ঘর নির্মাণ করা। ২০২২ সালে তিনি প্লাস্টিকের বোতল দিয়ে অভিনব বাড়ি তৈরি শুরু করেন। তার এই উদ্যোগ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমায়, যা স্থানীয় কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে ওঠে। এর জেরে গেল বছরের ৪ ডিসেম্বর সরোয়ার গাজী ও কুদ্দুস গাজীসহ ২ থেকে ৩ জন তার (ইকবাল) বোতল ঘরের পাশে থাকা গাছ কেটে দেয়। পরিকল্পিতভাবে গাছের ডাল ঘরের ওপর ফেলে দেয়, এতে দক্ষিণ পাশের দেয়াল ভেঙে যায়। প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। তখন বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ইকবাল। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে ও তার মাকে হত্যার হুমকি দিতে থাকে।

স্থানীয়রা বলেন, ইকবাল হোসেন প্রতিবন্ধী হলেও একজন উদ্যমী মানুষ। সে প্রতিবন্ধী ক্রিকেট টিমের সদস্য। তাকে মারধর করা দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ইকবালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাকিবুল হাসান বলেন, আহত ইকবাল থানায় এসেছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও আহত হয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।