ঢাকাবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে, রামপালে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৭

নিজস্ব প্রতিবেদক,
মার্চ ৭, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

বাগেরহাটের রামপালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এ বিরোধ চরমে পৌঁছায়। এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহতরা হলেন- উপজেলা বিএনপির কর্মী আল আমিন, আজমল শেখ, শহিদ ব্যাপারী, আবুল কালাম, বাবুল শেখ, শামীম শেখ, আহম্মদ আলী, ইসমাইল শেখ, আশরাফ আলী, তাহিদুল ইসলাম, হোসাইন শেখ, তারেক শেখ, ফারুক হোসেন, আবুল কালাম, শহিদুল ইসলাম, মাহিদ শেখ ও ছাত্রদল নেতা আবু তালেব এর বাবা নজরুল ইসলাম। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সমর্থকরা স্থানীয় আওয়ামী লীগের ক্যাডারদের সাথে নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের ১৬ জন আহত হয়েছেন।”

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, “জাহিদুলের লোকজন ছাত্রদল নেতা আবু তালেবের বাবাকে মেরে আহত করেছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। এই ঘটনা নিয়েই মূলত উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি পুলিশকে জানিয়েছি এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।”

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।