ঢাকাবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাষা শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপ্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাত ১২টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান প্রধান উপদেষ্টা।

পরে ভাষা শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর শহীদ মিনার ত্যাগ করেন তিনি।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।এ ছাড়া এর আগে রাত ১১টা থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী প্রান্তে অপেক্ষা করতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।