ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে, সালিশ চলাকালে কৃষককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক,
মার্চ ২, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের একটি সালিশ বৈঠক চলাকালে মহিউদ্দিন মহারাজ (৫০) নামে এক কৃষক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ভাই শওকত আলী জোমাদ্দার (৫৫)।

এ ঘটনায় শনিবার (১মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে মিজানুর রহমান নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত মহিউদ্দিনের স্ত্রী সালমা বেগম জানান, চার বিঘা জমির একটি চিংড়ি ঘেরের মধ্যে মিজানুর রহমান কিছু জমি পাবেন বলে দাবি তোলেন। এক পর্যায়ে থানায় ঘের দখলের অভিযোগ দেন তিনি। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিষ্পত্তির জন্য লক্ষীখালী ফাঁড়ি পুলিশের ওপর দায়িত্ব দেন। সে অনুযায়ী ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান শুক্রবার দুপক্ষকে কাগজপত্র ও মাতব্বরদের নিয়ে ফাঁড়িতে আসতে বলেন।

সালমা আরও জানান, সালিশ বৈঠক চলাকালে সাইদুর রহমান অনুপস্থিত থাকায় উভয়পক্ষ ফাঁড়ির সামনের রাস্তায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। মিজানুর রহমান ও তার সহযোগীরা মহিউদ্দিন মহারাজ ও তার বড় ভাই শওকত জোমাদ্দারসহ চার-পাঁচজনকে পিটিয়ে গুরুতর জখম করেন। দুজনকে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত ৩টার দিকে মহিউদ্দন মারা যান।

মোরেলগঞ্জ থানার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘ফাঁড়ির ইনচার্জ না থাকায় উভয়পক্ষ সহিংসতায় জড়িয়ে পড়ে। এতে মহিউদ্দিন নামে এক কৃষক মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।