ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

সিনিয়র রিপোর্টার
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ পেশাদার ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. সোহেল হাওলাদার (২৯), মো. রাজা (৩২), মো. শাহাদাৎ হোসেন (৩৬), মো. আব্দুল মান্নান (২৯) ও মো. সুজন (৩০)। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি রামদা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৫ এর শহীদ জিয়া কলেজের উত্তর পাশে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৩/৪ জন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্র ও ককটেলসহ উল্লেখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।