ঢাকাবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রান তাড়া করার ম্যাচে ৮ হাজার রানের মাইলফল গড়লেন বিরাট

ক্রীড়া ডেস্ক, দৈনিক আজকের নিউজ।
মার্চ ৪, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

বিগ ম্যাচে বিগ-শো দেখালেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেন ৮৪ রানের অনবদ্য এক ইনিংস। আর তাতেই বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলেছেন এই ভারতীয় ব্যাটার।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিলো অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির বীরত্বে ৪ উইকেটের জয় পায় ভারত। ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে নাম লিখিয়েছেন রেকর্ডবুকে। বিশ্বের দ্বিতীয় ও দ্রুততম ক্রিকেটার হিসেবে রান তাড়া করার ম্যাচে ৮ হাজার রানের মাইলকফলক স্পর্শ করলেন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ১৫৯ ইনিংস।

রান তাড়া করার ম্যাচগুলোতে সর্বোচ্চ রানের মালিক ভারতের আরেক কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ২৩২ ইনিংসে ৮ হাজার ৭২০ রান নিয়ে সবার উপরে আছেন এই ব্যাটসম্যান। আর ৬ হাজার ১১৫ রান নিয়ে তালিকায় তিনে আছেন তাদেরই স্বদেশি আরেক ব্যাটার রোহিত শর্মা।

রান তাড়া করার ম্যাচগুলো সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। ১৫৯ ইনিংসে ব্যাট করে কোহলির সেঞ্চুরির সংখ্যা ২৮ টি। ওয়ানডেতে তার মোট সেঞ্চুরি ৫১ টি। চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরেই পাকিস্তানের বিপক্ষে নিজের ৫১ তম সেঞ্চুরি করার দিনে দ্রুততম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান করেছেন কোহলি।

মঙ্গলবার (৪ মার্চ) অস্ট্রেলিয়া দেয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। পঞ্চম ওভারে ব্যক্তিগত ৮ রানে শুভমান গিলের বিদায়ের পর অধিনায়ক রোহিতও ফিরেছেন দ্রুতই। দলীয় ৪৩ রানের মাথায় রোহিত ২৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। দুজনে মিলে গড়েন ৯১ রানের জুটি। তবে পঞ্চাশের পরেই ফিরতে পারতেন কোহলি। কিন্তু গ্লেন ম্যাকওয়েলের সহজ ক্যাচ মিসে নতুন জীবন পান। সাজঘরে ফেরার আগে কোহলি খেলেন ৯৮ বলে ৮৪ রানের ইনিংস।

এতদিন পর্যন্ত আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৩টি পঞ্চাশোর্ধ ইনিংস ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। তার এই কীর্তি গড়তে লেগেছিলো ৫৮ ইনিংস। তবে আজ ৫৩তম ইনিংসে শচীনকে ছাড়িয়ে গেলেন কোহলি। ওয়ানডের বৈশ্বিক প্রতিযোগিতায় তারই এখন সর্বোচ্চ ২৪টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে।

এ দিন ৫৩ বলে ফিফটি পূর্ণ করেছেন বিরাট, যা ওয়ানডেতে তার ৭৪তম। এখন পর্যন্ত ৪টি করে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তিনি খেলেছেন মোট ১৭টি ম্যাচ। এই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকও এখন কোহলি। ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে তার রান ৭০০ ছাড়িয়েছে।

ভারতের হয়ে এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন শেখর ধাওয়ান, তার রান ছিলো ৭০১। কিন্তু আজকের ম্যাচে তাকে ছাড়িয়ে গেছেন কোহলি। কেবল ধাওয়ানকেই নয়, টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মাহেলা জয়াবর্ধনেকেও ছাড়িয়েছেন বিরাট। দুইয়ে থাকা সাবেক লঙ্কান তারকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৭৪২ রান করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।