বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে উপজেলার পশ্চিম চালিতাবুনিয়া গ্রামের সাইয়েদুল কাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গৃহকর্তা সাইয়েদুল কাজী জানান, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘর আগুনে জ্বলছে টের পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল নামাতে পারেননি। আগুনে ঘরে থাকা চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল ও কাগজপত্রসহ ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে আনুমানিক তার দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা জানান সাইয়েদুল।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মেশফাকুল আলম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’