
ডেস্ক রিপোর্ট:
সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোন খুঁজছে তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে মোবাইল ফোন হারিয়ে গেছে বলে জানিয়েছেন সাবেক এ পুলিশ প্রধান। যা অবিশ্বাস্য বলেছেন চিফ প্রসিকিউটর।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
এদিন সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ ১০ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরমধ্যে সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দীনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের প্রাথমিক তথ্য মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুলাই আন্দোলনের সময় ছিলেন পুলিশের প্রধান। ছাত্রজনতার আন্দোলন দমনের পরিকল্পনা, নির্বিচারে গুলি করার নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর মামুনের বিরুদ্ধে শতাধিক মামলা হয়। গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি এ সাবেক আইজিপি।
মামুনকে এরইমধ্যে একদফা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। কিন্তু এখন পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। কেন উদ্ধার হয়নি মোবাইল বিষয়টি ট্রাইব্যুনাল জানতে চাইলে চিফ প্রসিকিউটর আদালতকে তাজুল ইসলাম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে মোবাইল হারিয়ে গেছে বলে জানিয়েছেন মামুন। পরে তাকে আরেকদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়।
এদিন সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের আরও ৮ কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরমধ্যে আলোচিত সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দীনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
এ পুলিশ কর্মকর্তাদের দ্বারা গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছেন তাজুল ইসলাম।