ঢাকাশনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কবে নির্বাচন হবে, কীভাবে হবে তার রোডম্যাপ ঘোষণা করেন: বুলু

নিজস্ব প্রতিবেদক,
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

কবে নির্বাচন হবে, কীভাবে হবে তার রোডম্যাপ ঘোষণা করেন। আপনার কোন উপদেষ্টা কি বলেন? সেদিকে বিভ্রান্ত হয়ে আপনার বিবেক ও সম্মান নষ্ট করবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রহ) দরগা মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ড. ইউনুস আপনাকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে। আমরাও আপনাকে শ্রদ্ধা করি। অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুক। যে গণতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে।’

বরকত উল্লাহ বুলু বলেন, ‘ড. ইউনুস আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দিয়েছিল, তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপনার পক্ষে কথা বলেছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার নাম প্রস্তাব করেন। এরপর সব রাজনৈতিক দল, আপনাকে সমর্থন করেন। এরপর আপনি প্রধান উপদেষ্টা হন।’

তিনি বলেন, ‘আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ, জীবন দিয়েছে, জেল খেটেছে গণতন্ত্রের জন্য। ২০১৪ সাল থেকে আমরা কোনো ভোট দিতে পারিনি। এই ভোটের জন্য, আমাদের নাগরিক অধিকারের জন্য, আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন: বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. অহিদুজ্জামান দিপু, কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিস্টার শেখ জাকির হোসেন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, অ্যাড. ফারহানা জাহান নিপা, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।