ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটে এক রাতে ১২টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ: ২৫ লক্ষ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টর, বাগেরহাট
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
শেয়ার:
Link Copied!

বাগেরহাটে এক রাতে ১২টি মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাট সদরের ষাটগম্বুজ ইউনিয়নের রণভূমি মিরের ডাঙ্গা এলাকায় এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। ভুক্তভোগী ঘের মালিকদের দাবি এ ঘটনায় তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী মাছের ঘের মালিকরা জানান, বুধবার সকালে ঘেরে এসে দেখতে পান মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে। ভেসে উঠছে মরা মাছ। সদরের রণভূমি মিরেরডাঙ্গা এলাকার আলম সরদার, হালিম শেখ, মোহাম্মদ আলী, ইলিয়াস ফকির, তৈয়ব আলী শেখ, ইউসুফ আলী ফকির, মাহিরা বেগম, সুভাষ ঘোষ, রুবেল ফকির, হালিম ফকির জানান রাতের আঁধারে কে বা কারা তাদের ঘেরে বিষ প্রয়োগ করেছে।

এতে তাদের প্রায় ২৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মাহিরা বেগম জানান, রাতের আঁধারে কে বা কারা আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে। সকালে খামারে এসে দেখি মাছগুলো ভাসছে। আমার দুটি সন্তান রয়েছে। ওদের বাবা নাই। মৎস্য খামারের উপার্জন দিয়েই আমার সংসার চলে। বিষ দিয়ে মাছ মারার ফলে আমি তো শেষ হয়ে গেছি। আমি এর বিচার চাই।

ক্ষতিগ্রস্তরা জানান, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে মাছের ঘের করেছেন তারা। এখন সবাই সর্বস্বান্ত। আমরা দুষ্কৃতকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান জানান, বিষ প্রয়োগের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।