ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাগুড়ায় ধর্ষণ : বোনের স্বামী-শ্বশুরের পর এখন গ্রেফতার ভাসুর

নিজস্ব প্রতিবেদক,
মার্চ ৮, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ণ
শেয়ার:
Link Copied!

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। তার অবস্থা আশঙ্কাজনক। রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এদিকে, ঘটনার প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ) মাগুরায় দফায় দফায় বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। আটক করা হয়েছে বোনের স্বামী, শ্বশুর ও ভাসুরকে।
বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরার নিজনান্দুয়ালী এলাকার এই বাড়িতে ঘটে এমন লোমহর্ষক ও বর্বর ঘটনা। অচেতন অবস্থায় মেঝে থেকে উদ্ধার করে শিশুটিকে প্রথমে নেওয়া হয় মাগুরা ও ফরিদপুরের স্থানীয় হাসপাতালে। পরে অবস্থার উন্নতি না হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক জানান, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

এদিকে, শিশু ধর্ষণের ঘটনায় ভগ্নিপতি সজিব হোসেন, বোনের শশুড় হিটু মিয়া এবং পরবর্তীতে ভাসুরকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পরে শহরের ভায়না মোড় ও চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ করে ছাত্র-জনতাসহ বিক্ষুব্ধরা। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে তারা সদর থানার মূল ফটকে অবস্থান নেয়। এক পর্যায়ে থানার ফটক ভাঙতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের ছত্রভঙ্গ করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, শিশু ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।